Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম কর্মদিবসেই ডেঙ্গু প্রতিরোধে মাঠে মেয়র শাহাদাত

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৫:২৭ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৮:১০

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন ডা. শাহাদাত হোসেন। চসিক পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নুর আহমদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেন মেয়র শাহাদাত হোসেন। এরপর নগরীর আলকরণ ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম দেখে সকাল সাড়ে ১১টার দিকে যান নগরীর সদরঘাটে চসিক মেমন মাতৃসদন হাসপাতালে।

বিজ্ঞাপন

হাসপাতাল পরিদর্শন করে মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘এখানে আমরা একটি ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল গড়ে তুলবো। বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে। প্রয়োজনীয় লোকবলও থাকবে। স্বল্পমূল্যে ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষা ও চিকিৎসা দেয়া হবে। একসময় প্রসূতি ও নবজাতকের সেবায় মেমন হাসপাতালের চট্টগ্রামে আলাদা সুনাম ছিল। এখানে এসে চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে বুঝলাম, হাসপাতালে যন্ত্রপাতির ঘাটতি আছে।’

‘যন্ত্রপাতি সংগ্রহ করে এবং প্রয়োজনীয় লোকবল দিয়ে মেমন হাসপাতালকে ঢেলে সাজানো হবে। বন্দরটিলা হাসপাতাল, মোস্তফা হাকিম হাসপাতালসহ করপোরেশনের বেশকিছু ভালো, বড় হাসপাতাল আছে, এগুলো সংস্কার করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে।’

মশা নিধনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমাদের আরেকটা কাজ দ্রুততার সাথে করতে হবে, মশা নিয়ন্ত্রণ। প্রতিটি ওয়ার্ডে-ওয়ার্ডে যাবো আমি। আজ আলকরণ ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় ‍ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম দেখেছি। পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য বিভাগের কেউ দায়িত্বে অবহেলা করলে, নগরবাসীকে বলবো- সরাসরি আমাকে জানান। আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব। মশা নিয়ন্ত্রণে যেসব ওষুধ এখন ব্যবহার হচ্ছে, সেগুলো যাচাই করে দেখবো আসলে কাজ করছে কী না। না হলে আমাকে নতুন ওষুধ ও নতুন প্রযুক্তির দিকে যেতে হবে।’

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, প্রকৌশলী ইকবাল হোসেনসহ চসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারিরা।

আদালতের রায়ে নির্ধারিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শাহাদাত হোসেন মঙ্গলবার (৫ নভেম্বর) দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে, রোববার তিনি শপথ নেন।

সারাবাংলা/আরডি/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর