Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড পেল রবি আজিয়াটা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৯

রবি আজিয়াটা

ঢাকা: টেলিযোগাযোগ খাতে অসামান্য অবদান ও উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ‘বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৫’-পেয়েছে রবি আজিয়াটা পিএলসি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চ (বিবিআর) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘দ্য ফিউচার অব বিজনেস: ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি’ অনুষ্ঠানে পুরস্কারটি দেওয়া হয়।

চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেল বে ভিউতে আয়োজিত এই সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবির সিনিয়র রিজিওনাল হেড (চট্টগ্রাম নর্থ) মো. ইফতেখারুল আলম ‘বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৫’ পুরস্কার গ্রহণ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার।

বিজ্ঞাপন

কঙ্গোতে খনির সেতু ধসে নিহত ৩২
১৭ নভেম্বর ২০২৫ ০৮:৫০

আরো

সম্পর্কিত খবর