পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুলে পক্ষভুক্ত হলো ইনসানিয়াত বিপ্লব
৬ নভেম্বর ২০২৪ ১৫:৫৫ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৮:০৮
ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ আরও কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রিটে জারি করা রুলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। এদিন রুল শুনানিতে নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব পক্ষভুক্ত হয়েছে।
আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৩০ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইনসানিয়াত বিপ্লবকে পক্ষ করেন। এদিন ইনসানিয়াত বিপ্লবের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুর রউফ।
২০১১ সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। গত আগস্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেছিলেন। অন্য চার আবেদনকারী হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।
রিটে পঞ্চদশ সংশোধনী স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছিল। প্রাথমিক শুনানির পর গত ১৯ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। রুলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
গত ২০ অক্টোবর জারি করা রুল শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চে উত্থাপন (মেনশন) করে রিটকারীরা। এর পর ২২ অক্টোবর আদালত রুল শুনানির জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেন। এরপর গত ২২ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে রুল শুনানির জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করেন। এই রুল শুনানিতে অংশগ্রহণ করতে পক্ষভুক্ত হয়েছে বিএনপি ও জামায়াত। বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পক্ষভুক্ত হন।
পরে ৩০ অক্টোবর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রথম দিনের রুল শুনানি হয়। এবং পরবর্তী শুনানির জন্য ৭ নভেম্বর দিন ধার্য করেন। আজ রুল শুনানির নির্ধারিত দিনে ইনসানিয়াত বিপ্লব নামে একটি রাজনৈতিক দল শুনানিতে অংশ নিতে পক্ষভুক্ত হয়।
সারাবাংলা/কেআইএফ/পিটিএম
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ টপ নিউজ পক্ষভুক্ত পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল