Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কন্যা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে বাইসাইকেল র‍্যালি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৬ নভেম্বর ২০২৪ ১৬:১০

র‍্যালিতে অংশ নেন প্রায় দেড় শতাধিক মেয়ে শিক্ষার্থী

ময়মনসিংহ: জেলায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বণার্ঢ্য গার্লস বাই-সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে ময়মনসিংহ সদর উপজেলার কলতাপাড়ায় লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালির উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা রেহানা খাতুন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ‘সারা’র প্রকল্প সমন্বয়কারী অরণ্য চিরান, প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা।

র‌্যালিটি উপজেলার রাজাগঞ্জ এলাকায় ১০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে।

প্রায় দেড় শতাধিক মেয়ে শিক্ষার্থী এই বাইসাইকেল র‌্যালিতে অংশ নেন।

সারাবাংলা/এসডব্লিউ

কন্যা দিবস ময়মনসিংহ র‌্যালি