নদীতে নিখোঁজ ইন্দোনেশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার
৬ নভেম্বর ২০২৪ ১৭:০৪ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ১৮:২৯
দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসলে নেমে তাবলীগ জামায়াতে আসা ইন্দোনেশিয়ান নাগরিক ফাইজুল ইসলাম (৫০) নিখোঁজ হন। এ ঘটনার সাড়ে ৩ ঘণ্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকালে উপজেলার কূলান্দপুর উত্তরপাড়ায় করতোয়া নদীতে গোসলে নেমে তিনি নিখোঁজ হোন।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইন্দোনেশিয়ান নাগরিক ফাইজুল ইসলাম তাবলীগ জামায়াতের সাথী হিসেবে একটি দলের সাথে কূলান্দপুর উত্তরপাড়া জামে মসজিদে আসেন। সকালে নদীতে গোসলে নেমে নিখোঁজ হোন তিনি। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়া ডুবুরি দল এসে উদ্ধার করে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান বলেন, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রাথমিক ভাবে নদীতে উদ্ধার অভিযান চালালেও, নিখোঁজ বিদেশী নাগরিকের সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে দুপুর ১২ টার দিকে মরদেহ উদ্ধার করে।
সারাবাংলা/এসআর
ইন্দোনেশিয়ান নাগরিকের করতোয়া নদী দিনাজপুর নদীতে নিখোঁজ মরদেহ উদ্ধার