আমরা আজ রাতে ইতিহাস গড়েছি: ডোনাল্ড ট্রাম্প
৬ নভেম্বর ২০২৪ ১৬:১২ | আপডেট: ৬ নভেম্বর ২০২৪ ২১:০৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হতে চলেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প
ম্যাজিক ফিগার ২৭০ থেকে আর মাত্র তিনটি ইলেকটোরাল কলেজের দূরত্বে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অবস্থাদৃষ্টে এটি স্পষ্ট, ট্রাম্পের জন্য দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজের দরজা খোলার ঘোষণা কেবলই সময়ের ব্যাপার। ট্রাম্প অবশ্য এসব গাণিতিক হিসাবেকে পাত্তা দিচ্ছেন না। নিজের ঘরে ইলেকটোরাল কলেজ ২২০ পার হতে না হতেই নিজেকে বিজয়ী ঘোষণা করে দিয়েছেন। ফ্লোরিডার মঞ্চে ‘ভিক্টরি স্পিচ’ও দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘এটা আমাদের জন্য একটি চমৎকার মুহূর্ত। আমাদের দেশকে সংস্কার করতে হবে। আমরা আজ রাতে ইতিহাস গড়েছি, অনেকেই ভেবেছিলেন যা আমরা করতে পারব না। এটা আমাদের রাজনৈতিক জয়।’
বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হতে চলা রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে এসব কথা বলেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দিনভর ভোটগ্রহণের পর রাতে ফল আসতে শুরু করেছে। মধ্যরাত পেরিয়ে বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) বিকেল নাগাদ নিশ্চিত হওয়া যাচ্ছে, ট্রাম্পই রয়েছেন জয়ের পথে।
দ্য গার্ডিয়ান ও সিএনএনের সবশেষ হিসাব বলছে, ট্রাম্পের ঝুলিতে রয়েছে এখন ২৬৭ ইলেকটোরাল কলেজ, হ্যারিসের ২২৪টি। আর মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে ন্যূনতম ২৭০টি ইলেকটোরাল কলেজ প্রয়োজন হয়। যেসব রাজ্যের ভোটগণনা এখনো বাকি, সেসব রাজ্যেও ট্রাম্প এগিয়ে থাকায় প্রেসিডেন্ট পদে তার বিজয় নিশ্চিতই বলা যায়।
এর আগেই ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে রিপাবলিকানদের এক অনুষ্ঠানে হাজির হন ট্রাম্প। সেখানে নিজেকে বিজয়ী ঘোষণা করে সবাইকে ধন্যবাদ দিয়ে ভাষণ শুরু করেন।
ট্রাম্প বলেন, ‘প্রতিটি শহরে আমি আপনাদের জন্য লড়াই করব। এটি হবে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ তৈরির সুযোগ।’
এ সময় ট্রাম্প তার প্রথম নির্বাচনি প্রচারের জনপ্রিয় স্লোগান ‘মেক অ্যামেরিকা গ্রেট এগেইন’ বলে ওঠেন। কনভেনশন সেন্টারে উপস্থিত সমর্থকরাও সেই স্লোগানে সুর মেলান। ‘আমেরিকা’, ‘আমেরিকা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
এবারের নির্বাচনি প্রচার চলাকালে দুই দফা হত্যাচেষ্টা থেকে বেঁচে যান ট্রাম্প। ঘটনা দুটিকে ঐশ্বরিক ইঙ্গিত অভিহিত করে তিনি বলেন, ‘ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন, তার কারণ আমার ওপর অর্পিত দায়িত্ব এখনো শেষ হয়নি। সেই দায়িত্ব হলো— আমাদের দেশকে রক্ষা ও যুক্তরাষ্ট্রের মহিমা পুনরুদ্ধার করা। এখন আমরা একসঙ্গে ওই লক্ষ্য পূরণ করতে চলেছি।’
সবার সহযোগিতা কামনা করে ট্রাম্প আরও বলেন, ‘আমাদের সামনে যে কাজ রয়েছে, তা সম্পাদন করা সহজ হবে না। কিন্তু আপনারা যে দায়িত্ব আমাকে দিয়েছেন তা পালন করতে আমি সর্বাত্মক চেষ্টা করে যাব।’
ভাষণে ট্রাম্প পাশে থাকার জন্য তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকেও ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা জানান সন্তানদের প্রতি। আর ভোটারদেরও বারবার ধন্যবাদ জানান তাকে পুনর্নিবাচিত করার জন্য।
সারাবাংলা/এসডব্লিউ