‘গণশুনানির মাধ্যমে এলাকাভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে’
৬ নভেম্বর ২০২৪ ১৮:২৩
সিরাজগঞ্জ: ‘এখন থেকে এলাকা ভিত্তিক গণ শুনানীর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে। প্রতিটি শুনানীতে আমি নিজে উপস্থিত থাকব। ইতোমধ্যেই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
বুধবার (৬ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ড পয়েন্টে এলাকায় বাঁধ পরিদর্শনকালে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আজকের তরুণেরাই আগামীর বাংলাদেশ গড়বে। পরিবেশবান্ধব দেশ গঠনে তাদের অবদান রাখতে হবে। সঠিক তথ্যের ভিত্তিতে তরুণ প্রজন্মকে সমস্যা সমাধানে চিন্তাভাবনা করতে হবে। সৃজনশীলতার মাধ্যমে নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে হবে।’
তিনি আরও বলেন, ‘নদী তীরবর্তি শিল্পপার্ক ইকোনমিক জোনসহ যেকোনো ধরনের কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রে যেন পানি দূষণ না হয় সে বিষয়ের উপর বিশেষ নজর দিতে হবে। শুধু তাই নয়, নদীতে জেগে ওঠা চরগুলোতে ভাঙ্গন কবলিত বা গৃহহীন মানুষকে অগ্রাধিকার দিতে হবে।’
পরিদর্শনকালে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসডব্লিউ