ঢাকা: রাজধানীর মগবাজার এলাকায় মহিষের আক্রমনে (গুঁতোয়) সাথী আক্তার (৩০) নামে এক নারী মারা গেছেন। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎিসা দেওয়া হচ্ছে।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মগবাজার আমবাগান এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত সাথী আক্তার মাদারীপুর শিবচর উপজেলার বাসিন্দা সাইদুল ইসলামের স্ত্রী। তারা আমবাগান এলাকায় ভাড়া থাকতেন।
মহিষের আক্রমনে আহতরা হলেন, শামছু মিয়া (৫০), নাদিরা আক্তার (২৩) মো. রনি (৩০)।
আহত নাদিরার ভাই মো. নাহিদ জানান, সন্ধ্যায় একটি মহিষ ছুটে এসে বাড়িতে ঢুকে। এসময় মহিষের আক্রমনে চার জন আহত হন। গুরুতর আহত সাথীকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। আহতদের মধ্যে শামছু মিয়ার অবস্থা অশঙ্কাজনক।
স্থানীয় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি জানান, মগবাজার পাগলা মাজার এলাকা থেকে মহিষটি ছুটে আসে আমবাগানের ওই বাড়িতে ঢুকে কয়েকজনকে গুঁতোয় আহত করে।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, মহিষের গুতোয় একজন মারা গেছেন। কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।