হাজারী লেনের ঘটনা নিয়ে ইসকনের বিবৃতি
৬ নভেম্বর ২০২৪ ২৩:৪৩ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ০০:০৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর হাজারী লেনে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা-অ্যাসিড নিক্ষেপসহ পুরো ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)। পুলিশের পক্ষ থেকে ওই ঘটনার সঙ্গে ইসকন সমর্থকদের জড়িত থাকার তথ্য প্রকাশের পর সংগঠনটি এক বিবৃতিতে তাদের অবস্থান জানিয়েছে।
বুধবার (৬ নভেম্বর) রাতে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী গণমাধ্যমে প্রকাশের জন্য এ বিবৃতি পাঠিয়েছেন।
এর আগে মঙ্গলবার ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে হাজারী লেনে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে গেলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ওপর অ্যাসিড নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। আহত হন পুলিশ ও সেনাবাহিনীর ১২ সদস্য।
আরও পড়ুন- হাজারী লেনের ঘটনায় ইসকন সমর্থকরা জড়িত: সিএমপি
মঙ্গলবার রাতেই যৌথবাহিনী হাজারী লেনে সাঁড়াশি অভিযান চালিয়ে ৮০ জনকে আটক করে। তবে নগর পুলিশের পক্ষ থেকে ৮২ জনকে আটকের তথ্য দেওয়া হয়েছে। এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
ঘটনার সঙ্গে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন ইসকন সমর্থকরা জড়িত বলে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানায় নগর পুলিশ। এর প্রতিক্রিয়ায় ইসকনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি চট্টগ্রামে ঘটে যাওয়া সহিংস ঘটনায় ইসকনকে জড়িয়ে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।
‘স্পষ্টভাবে জানাতে চাই, ইসকন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন, যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা ও মানবকল্যাণে নিবেদিত। চট্টগ্রামের হাজারী লেনে সংঘটিত হামলা-ভাঙচুরসহ অনাকাঙ্ক্ষিত ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই,’— বলা হয় বিবৃতিতে।
আরও পড়ুন- ‘এ দেশ ফিলিস্তিন-কাশ্মির হোক, সেটা আমরা চাই না’
এতে আরও বলা হয়, ‘আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব ঘটনার সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের অবাঞ্ছিত ঘটনা রোধে পর্যাপ্ত সময় পূর্বে ব্যবস্থা নিতে আমরা সরকার ও প্রশাসনকে অনুরোধ জানাই। একইসঙ্গে নিরীহ জনসাধারণ যেন কোনো হয়রানির সম্মুখীন না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করছি।’
‘সমুজ্জ্বল’ ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সরকারের সহযোগিতা চেয়ে ইসকন বিবৃতিতে বলেছে, ‘সরকারের প্রতি আমাদের বিশেষ আহ্বান, তারা যেন যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করেন এবং যেকোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রবাহ রোধে ব্যবস্থা নেয়।’
আরও পড়ুন- হাজারী লেনে উত্তেজনা-অ্যাসিড নিক্ষেপ, অভিযান— যা বলল যৌথবাহিনী
এদিকে আলাদাভাবে পাঠানো আরেক বিবৃতিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হাজারী লেনের ঘটনায় যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
ঐক্য পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো বিবৃতিতে এ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ জনগণ যেন হয়রানির শিকার না হয়, সে জন্য সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়েছে।
সারাবাংলা/আরডি/টিআর