টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
৭ নভেম্বর ২০২৪ ১২:২৩ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১৫:৩৭
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল আলিম নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক টাঙ্গাইলের ভূঞাপুরের প্রভাতী কিন্ডার্গার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।
প্রাথমিকভাবে আহত দুইজনের নাম পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে থানার (ওসি) নান্নু খান জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা এলেঙ্গাগামী সিএনজিচালিত একটি অটোরিকশা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রসুলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় আহত হয় আরও দুইজন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/ইআ