শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের পরিকল্পনা অস্ট্রেলিয়ার
৭ নভেম্বর ২০২৪ ১৩:১০
বয়সসীমা বেঁধে দিয়ে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার বলেছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ১৬ বছরের কম বয়সী শিশুদের নিষিদ্ধ করার জন্য ‘বিশ্ব-নেতৃস্থানীয়’ আইন প্রবর্তন করবেন।
দেশটির প্রধানমন্ত্রি অ্যান্থনি আলবানিজ বলছেন, ‘আগামী সপ্তাহে এ সম্পর্কিত আইনগুলো সংসদে উত্থাপন করা হবে। তিনি বলেন, অস্ট্রেলিয়ান শিশুদের উপর সামাজিক যোগাযোগমাধ্যমের ‘ক্ষতি’ কমানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমার মতো, অনলাইনে আমাদের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে যারা চিন্তিত, সেসব মা-বাবাদের জন্য এ উদোগ্য। আমি চাই অস্ট্রেলিয়ান পরিবারগুলি জানুক, সরকার আপনার পিছনে সাহায্য করার জন্য রয়েছেন।
যদিও অনেকে মনে করেছেন, সরকার দেওয়া নিষেধাজ্ঞাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তরুণদের জন্য প্রযোজ্য হবে না।
বিবিসির প্রতিবেদন অনুসারে, যেসব শিশু তাদের পিতামাতার কাছ থেকে সম্মতি পেয়েছে তাদের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়া হবে না। দেশটির সরকার বলেছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রবেশের নিষেধাজ্ঞাটি একটি যুক্তিসঙ্গত পদক্ষেপ।
প্রধানমন্ত্রি বলেন, নিষেধাজ্ঞাটির ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য কোনো জরিমানা ব্যবস্থা থাকবে না। আইন প্রয়োগের দায়িত্ব দেওয়া হবে অস্ট্রেলিয়ার অনলাইন নিয়ন্ত্রক- ই-সেফটি কমিশনারকে।
সংসদে আইনটি পাস হওয়ার ১২ মাস পরে কার্যকর হবে। কার্যকর হওয়ার পরে বিভিন্ন সময় পর্যালোচনা করে হবে।
তবে বিশ্লেষকরা এই উদ্যোগের বিষয়ে দ্বিধা প্রকাশ করে বলেন, অনলাইনে বয়সসীমা মেনে চলা নিশ্চিত করার ক্ষেত্রে কারিগরি সীমাবদ্ধতা রয়েছে।
সারাবাংলা/এইচআই