রাজধানীর খাল দখলমুক্ত করতে ওয়ার্কিং গ্রুপ গঠন
৭ নভেম্বর ২০২৪ ১৭:৩৭ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১৮:২৩
ঢাকা: রাজধানী ঢাকার খালের প্রবাহ ফেরাতে ফের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগে দখল-দূষণমুক্ত করা হবে খালগুলো। খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক গঠনে সময়ভিত্তিক, ব্যয় সাশ্রয়ী কর্মপরিকল্পনা প্রণয়নে ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ঢাকার জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। ১১ সদস্যের এই ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক করা হয়েছে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব)।
ওয়ার্কিং গ্রুপে সদস্য হিসেবে রয়েছেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের প্রতিনিধি, পরিবেশ অধিদফতরের প্রতিনিধি, নদী রক্ষা কমিশনের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রতিনিধি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিনিধি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি, এনজিও/সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি ও শিক্ষার্থী প্রতিনিধি (স্থানীয় প্রশাসন কর্তৃক মনোনীত)
কমিটি অবিলম্বে ৩ দিনের কর্মশালা আয়োজন করে প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়ণ করবে বলে চিঠিতে জানানো হয়েছে।
সেখানে আরও বলা হয়, প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়নের পর দ্রুত অংশীজনের সঙ্গে আলোচনা করে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। ৩০ নভেম্বরের মধ্যে কমিটি চূড়ান্ত কর্মপরিকল্পনা মন্ত্রণালয়ে দাখিল করবে।
উল্লেখ্য, এর আগেও রাজধানীর ২৬টি মৃতপ্রায় খাল দখল মুক্ত ও উদ্ধারের উদ্যোগ নিয়েছিল সাবেক সরকার।
সারাবাংলা/জেআর/এমপি