Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল থেকে শাহজাহান খান ফের ডিবি কার্যালয়ে

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ১৮:৪৭ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১৮:৫১

সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান

ঢাকা: চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আওয়ামীলীগ নেতা ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হাসপাতালেরর নতুন ভবনের হৃদরোগ বিভাগ থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

তিনি জানান, সুস্থবোধ করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দুপুরে এখান থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে সোমবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার জানিয়েছেন, অসুস্থ হওয়ায় শাহজাহান খানকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বুকে ব্যথা ও দুর্বলতার কথা বলেন। সেই সাথে তার উচ্চ রক্তচাপও ছিল। কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে হৃদরোগ বিভাগে (সিসিইউতে) ভর্তি করানো হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ি থানার এক মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন তিনি।

সারাবাংলা/এসএসআর/এনজে

ডিবি নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সাবেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর