Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি ২০ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ১৮:৩৫

আরাকান আর্মির কাছ থেকে ২০ জেলেকে ফেরত এনেছে বিজিবি

ঢাকা: মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২ টার দিকে আরাকান আর্মি নাফ নদী দিয়ে ২০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। এদিন বিকেল সাড়ে ৫ টার দিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৫ নভেম্বর বিকেল ৪টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ ট্রলারঘাট এলাকা হতে ২০ বাংলাদেশি জেলে ১৫টি হস্তচালিত এবং দু’টি ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরার উদ্দেশে বঙ্গোপসাগরে যায়। তারা মাছ ধরতে ধরতে এক সময় ভূলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে জলসীমার নাইক্ষ্যংদিয়া নামক স্থানে ঢুকে পড়ে। তখন মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরবর্তী সময়ে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আজ তাদের ফেরত আনল।

পরে ফেরত বাংলাদেশি নাগরিকদের তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করে বিজিবি।

ফেরত বাংলাদেশি নাগরিকরা হলেন- টেকনাফের শাহপরীরদ্বীপের আলী আহমদের ছেলে শাহ আলম (২৮), শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৮), নুরুল আলমের ছেলে আবদুস শুক্কুর (৩২), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোছন (৪৫), মৃত নাজির হোছনের ছেলে আয়ুব খান (৪৮), মৃত ইউসুফের ছেলে নুর হোছন (৪৫), মৃত বশির আহমদের ছেলে মো. বেলাল (২৯), মৃত নুর আমিনের ছেলে সলিম (৩৫), মৃত জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২৫), মৃত সোলতান আহমদের ছেলে মো. হাশিম (৩৫), মো. আলমের ছেলে মো. হোছেন (২৮), ইলিয়াছের ছেলে মহি উদ্দিন (২৬), মো. ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩০), মৃত মো. ইউনুছের ছেলে নুর হাফেজ (৪০), মৃত মছন আলীর ছেলে মো. ইয়াছিন (৩৫), আমির সাদুর ছেলে আবদু রহিম (৪৪), মৃত বাচা মিয়ার ছেলে হাছান আলী (৫৩), আবদু শুক্কুরের ছেলে ওসমান গণি (৩০), মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের ছেলে ইন্নামিন (২৭) এবং উখিয়া উপজেলার হাছন শরীফের ছেলে আবদু শুক্কুর (৪৬)।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

২০ জেলে আরাকান আর্মি টপ নিউজ ফেরত বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর