Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহকর খেলাপির তালিকা তৈরির নির্দেশ মেয়র শাহাদাতের

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ২০:৩২

চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম ব্যুরো: এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম নগরীর প্রতি ওয়ার্ডের শীর্ষ ১০০ জন করে গৃহকর খেলাপির তালিকা করার নির্দেশ দিয়েছে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পরিবর্তে কর আদায় নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর টাইগারপাসের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। একইভাবে তিনি প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গেও বৈঠক করেন।

বিজ্ঞাপন

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘গৃহকর যারা দিচ্ছেন না, তাদের তালিকা করতে হবে। প্রাথমিকভাবে নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে প্রতিটি ওয়ার্ডের শীর্ষ ১০০ জন করে গৃহকর খেলাপির তালিকা এক সপ্তাহের মধ্যে আমার কাছে জমা দিতে হবে। আগামী রোববার (১০ নভেম্বর) থেকে আমি প্রত্যেক ওয়ার্ডে যাবো। বকেয়া ‍গৃহকর যেন সবাই পরিশোধ করেন, সেই আহ্বান আমি জানাবো। কেউ আর্থিক সংকটে থাকলে সেটা আলাদা বিষয়, তবে কেউ ইচ্ছাকৃতভাবে কর না দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

রাজস্ব আদায়ের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘সিটি করপোরেশনের যেসব মার্কেট, হাটবাজার আছে সেগুলো থেকে রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে। মামলা থাকলে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পরিবর্তে যারা কর দিচ্ছে না, তাদের কাছ থেকে কর আদায় নিশ্চিত করতে হবে।’

প্রকৌশল বিভাগকে কাজের মান ঠিক রাখার নির্দেশনা দিয়ে মেয়র বলেন, ‘ঠিকাদাররা যেসব নির্মাণ সামগ্রী ব্যবহার করছেন, সেগুলো পরীক্ষা করে নিতে হবে। কেউ নিম্নমানের কাজ করলে বিল দেয়া হবে না। যেসব সড়ক ভেঙে গেছে, সেগুলো সংস্কারের দ্রুত উদ্যোগ নিতে হবে।’

বিজ্ঞাপন

চসিকের আয় বাড়ানোরও তাগিদ দিয়েছেন আদালতের রায় পেয়ে সদ্য দায়িত্ব নেয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, রাজস্ব কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি, ‘বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এনজে

খেলাপি গৃহকর ডা. শাহাদাত হোসেন মেয়র

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর