Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭৮ অটোরিকশা জব্দ করে ১০ লাখ টাকায় বিক্রি করল ডিএনসিসি

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ২১:১২

ঢাকা: রাজধানীর প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে মিরপুরে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অভিযানে জব্দ করা ৭৮টি অটোরিকশা উন্মুক্ত নিলামে ১০ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনের প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এদিন দুপুর থেকে শুরু হওয়া এ অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে। অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান সময়ে ঢাকা শহরের প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল অনেক বেড়ে গেছে। যে কারণে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে মোট ৭৮টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ৩১৫টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত ৭৮টি অটোরিকশা এবং ৩১৫টি ব্যাটারি উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানায় ডিএনসিসি।

অভিযানে আরও অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটড (ডেসকো)। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও।

সারাবাংলা/এসবি/এসআর

অটোরিকশা জব্দ ডিএনসিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর