Thursday 05 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ২১:৩৫ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ২৩:০৭

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। ইনসেটে নতুন চেয়ারম্যান কাজল তালুকদার। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: রাজনৈতিক পটপরিবর্তনের ধারবাহিকতায় দেশের ৬১ জেলা পরিষদে প্রশাসক নিয়োগের পর এবার তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদারকে। তার নেতৃত্বে ১৫ সদস্যের পরিষদ গঠন করে দিয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পার্বত্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগমের সই করা এক প্রজ্ঞাপনে নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নাম তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন ১৪ সদস্য হলেন— দেব প্রসাদ দেওয়ান, প্রনতি রঞ্জন খীসা, প্রতুল চন্দ্র দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, ক্যাওসিংমং, নাইউ প্রু মারমা, ড্যানিয়েন লাল মুয়ান সাং পাংখোয়া, রাঙাবি তঞ্চঙ্গ্যা, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মো. হাবীব আজম, মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা ও লুৎফুন্নেসা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এ আইনের সব সংশোধনীর বিধান অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সব সদস্য দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২০ সালের ১০ ডিসেম্বর রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুই প্রু চৌধুরীকে চেয়ারম্যান করে গঠিত ১৫ সদস্যের পরিষদ বাতিল করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) রাঙ্গামাটি কার্যালয়ের সাবেক উপপরিচালক ও জেলা বিএনপির বর্তমান সভাপতি দীপন তালুকদারের আপন বড় ভাই। নতুন পরিষদে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছাড়াও শিক্ষক, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, উন্নয়ন কর্মী, বাঙালিভিত্তিক সংগঠনের নেতা স্থান পেয়েছেন।

বিজ্ঞাপন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও পর্যটন খাতকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করব। বিগত সময়ে শিক্ষকসহ বিভিন্ন নিয়োগে অনিয়ম-দুর্নীতি থাকলেও এবার আর এসব হতে দেবো না। দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি একদমই হবে না।

সারাবাংলা/টিআর

কাজল তালুকদার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় জেলা পরিষদ পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি জেলা পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর