Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে মেডিকেলের পরিচালক পদে সেনা কর্মকর্তা আশিকুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ২২:২৪

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি: সংগৃহীত

রংপুর: সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রংপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সেনাবাহিনী থেকে একজন কর্মকর্তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক নিয়োগের।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর মহানগর সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, রংপুর বিভাগের মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির অন্যতম কেন্দ্রস্থল এই হাসপাতাল। কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, সিন্ডিকেট ও দালালের দৌরাত্মে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রংপুরবাসীর দাবি ছিল, এখানে যেন সেনাবাহিনী থেকে দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ পরিচালক নিয়োগ দিয়ে হাসপাতালের ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়। মানুষ যেন কোনোরকম ভোগান্তি ছাড়াই সরকারি হাসপাতাল থেকে সেবা পাওয়ায় নিশ্চয়তা পায়।’ এটা নিশ্চিত করতে পারলে সেনা কর্মকর্তা নিয়োগের সুফল মিলবে বলে মনে করেন তিনি।

সারাবাংলা/পিটিএম