Friday 08 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি কমছে

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৪ ২২:১৫

ঢাকা: চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ৬ দশমিক ২৯ শতাংশ। একই সময়ে সারাবিশ্ব থেকেই দেশটির পোশাক আমদানি কমেছে ২ দশমিক ৪৭ শতাংশ। বিশ্বে পোশাক রফতানিতে শীর্ষে থাকা চীনের পোশাক রফতানি দেশটিতে কমলেও বেড়েছে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা)র সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ নভেম্বর) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

ওটেক্সার তথ্যমতে, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ২ দশমিক ৪৭ শতাংশ। ২০২৩ সালের একই সময়ে ৬০ হাজার ৮৩০ মিলিয়ন ডলারের পোশাক আমদানি করে যুক্তরাষ্ট্র সেখানে চলতি বছরে দেশটি পোশাক আমদানি করেছে ৫৯ হাজার ৩২৪ মিলিয়ন ডলার। তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৯৫ শতাংশ পোশাক রফতানি কমেছে রফতানিতে শীর্ষে থাকা চীনের। রফতানিতে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ৬ দশমিক ২৯ শতাংশ। তবে রফতানিতে তৃতীয় স্থানে ভিয়েতনামের রফতানি বেড়েছে ১ দশমিক ২৭ শতাংশ।

এছাড়া যুক্তরাষ্ট্রে প্রথম ৯ মাসে পোশাক রফতানি কমেছে ইন্দোনেশিয়া, মেক্সিকো, হন্ডুরাস ও কোরিয়ার। বিপরীতে দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ভারত, কম্বোডিয়া ও পাকিস্তানের।

সারাবাংলা/ইএইচটি/এসআর

পোশাক রফতানি যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর