চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গলে ছেড়ে দেয়া হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে চবি ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হলের সামনে ড্রেনে কয়েকজন শিক্ষার্থী সাপটি দেখতে পান।
এরপর সাপ উদ্ধারকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোসাইটি ফর স্ন্যাকস অ্যান্ড স্ন্যাকবাইট অ্যাওয়ারনেস’ গ্রুপের সদস্যদের খবর দেয়া হয়। গ্রুপের কয়েকজন স্বেচ্ছাসেবী গিয়ে সাপটি উদ্ধার করেন।
গ্রুপের সদস্যরা জানান, সাপটি বার্মিজ পাইথন প্রজাতির। লম্বায় প্রায় ৮ ফুট।
জানতে চাইলে সাপ উদ্ধারকারী গ্রুপের স্বেচ্ছাসেবী রাতুল শাহরিয়ার প্রীতম সারাবাংলাকে বলেন, ‘আমরা খবর পেয়ে সোহরাওয়ার্দী হলে এসে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। সেটিকে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। অজগর সাপ সাধারণত খাবারের সন্ধানে লোকালয়ে আসে।’