Friday 06 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফ সুসি ওয়াইলস

আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর ২০২৪ ১৩:৩৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১৯:০৯

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পর ডোনাল্ড ট্রাম্প চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দেন। ৬৭ বছর বয়সী সুসি হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সদ্য নির্বাচিত রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে বেছে নিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রম-সংক্রান্ত দুই ব্যবস্থাপকের একজন ছিলেন সুসি। নির্বাচনে বিজয়ী হওয়ার পর দুজন ব্যবস্থাপককে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হন। তিনি আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

শপথ গ্রহণের আগেই ট্রাম্প তার প্রশাসনে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের জন্য তাঁর পছন্দের ব্যক্তিদের বাছাই করবেন। এক্ষেত্রে তিনি প্রথম সুসির নাম ঘোষণা করেছেন।

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক হিসেবে কাজ করেন। তিনি হোয়াইট হাউজের কর্মীদের পরিচালনা করেন। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করে দেন। সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে চিফ অফ স্টাফের।

সুসিকে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে বেছে নেওয়ার বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘সুসি স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। তিনি যুক্তরাষ্ট্রকে গৌরবান্বিত করবেন, এটি নিয়ে কোনো সন্দেহ নেই।’

বিজ্ঞাপন

গত মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করেন ট্রাম্প। এর পর থেকে ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে তাঁর মালিকানাধীন মার-এ-লাগো ক্লাবে সময় কাটাচ্ছেন।

সারাবাংলা/এমপি

৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

মহাসমাবেশের ডাক ইমরানের
৬ ডিসেম্বর ২০২৪ ২০:৩২

বক্স অফিসে তছনছ ‘পুষ্পা ২’র
৬ ডিসেম্বর ২০২৪ ২০:১৮

আরো

সম্পর্কিত খবর