অবসরের সিদ্ধান্ত নিলেন নবী
৮ নভেম্বর ২০২৪ ১৫:০২
আফগান ক্রিকেটের উত্থানের সাক্ষী তিনি। আজ বিশ্ব ক্রিকেটে আফগানিস্থানের যে অবস্থান, তার পেছনে বড় অবদান আছে অলরাউন্ডার মোহাম্মদ নবীর। ৩৯ বছর বয়সী নবী এবার জানালেন, চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন তিনি।
পঞ্চম ডিভিশন থেকে আফগানদের ওয়ানডে স্ট্যাটাস পাওয়া, পুরো যাত্রাতেই কাণ্ডারির ভূমিকা পালন করেছেন নবী। ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল তার। আফগানিস্থানের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা ক্রিকেটারও তাই তিনিই। এখন পর্যন্ত রেকর্ড ৪৫টি প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তার নেতৃত্বেই ২০১৫ বিশ্বকাপে অংশ নিয়েছিল আফগানিস্থান।
বাংলাদেশের বিপক্ষে শারজাহতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজেও দলে আছেন নবী। প্রথম ম্যাচে ব্যাট হাতে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর আফগান ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজে দেওয়া এক সাক্ষাৎকারে নবী জানিয়েছেন, আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফি খেলেই ওয়ানডে ফরম্যাটকে বিদায় বলবেন তিনি, ‘ইনশাআল্লাহ্ আমি চ্যাম্পিয়নস ট্রফি খেলেই ওয়ানডেকে বিদায় বলব।’
নবীর বিদায়ের ব্যাপারে নিশ্চিত করেছেন আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নসিব খানও, ‘সে বোর্ডকে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির পরেই অবসরে যেতে চায় সে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। সে টি-২০ খেলা চালিয়ে যাবে।’
আফগানদের হয়ে ১৬৫ ওয়ানডেতে ৩৫৪৯ রান করেছেন নবী। তার ব্যাটিং গড় ২৭.৩০। বল হাতে নবী নিয়েছেন ১৭১ উইকেট।
সারাবাংলা/এফএম