Friday 13 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিন নিয়ে কটূক্তি, ডাচ স্টেডিয়ামে ইসরায়েলি সমর্থকদের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৮ নভেম্বর ২০২৪ ১৮:৫৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ০৯:২২

নেদারল্যান্ডসের আমস্টারডামে ফুটবল ম্যাচ শেষে ইসরায়েলি ফুটবল সমর্থকেরা হামলার শিকার

ফিলিস্তিনকে নিয়ে কটূক্তি করার অভিযোগে নেদারল্যান্ডসের আমস্টারডামে ফুটবল ম্যাচ শেষে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। পরে পুলিশ ৬২ জনকে গ্রেফতার করেছে।

বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে উয়েফা ইউরোপা লীগে ডাচ দল আয়াক্স ও ইসরায়েলি দল ম্যাকাবি তেল আবিবের মধ্যে ম্যাচ ছিল। ওই ম্যাচ শেষেই ইসরায়েলি সমর্থকদের ওপর হামলার হয়।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ ‘ইসরায়েলবিরোধী’ এই হামলার নিন্দা জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী ঘটনাটিকে ‘ইসরায়েলিদের বিরুদ্ধে গুরুতর ও সহিংস ঘটনা’ বলে অভিহিত করেছে।

আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমারের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফুটবল ম্যচে স্বাগতিকরা (আয়াক্স) ৫-০ ব্যবধানে জিতেছিল। ম্যাচ শেষে ম্যাকাবি সমর্থকদের লক্ষ্য করে সহিংসতার বেশ কয়েকটি ঘটনা ঘটে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফিলিস্তিন ও আরবদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার পর ইসরায়েলিদের ম্যাচ শেষে ধাওয়া দেওয়া হয়। এই সময় কয়েকজন নিচে পড়ে যান। তাদের কিল-ঘুষি লাথি মারতে দেখা গেছে কয়েকজনকে।

ম্যাচ শুরু হওয়ার আগেই ম্যাকাবি সমর্থক ও ফিলিস্তিনি সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সেখান থেকেও পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। ম্যাচ ভেন্যুর কাছাকাছি একটি সড়কে ফিলিস্তিনি পতাকা ছিড়ে ফেলার খবরও পাওয়া যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, একটি ভিডিওতে ইসরায়েলি সমর্থকদের আরববিরোধী স্লোগান দিতে দেখা গেছে। স্লোগানে তারা বলে, গাজায় কোনো স্কুল প্রয়োজন নেই। কারণ সেখানে কোনো শিশু নেই।

বিজ্ঞাপন

সমর্থদের ওপর হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেদারল্যান্ডসে দুটি বিমান পাঠানোর ঘোষণা দেন। এ বিমান দুটি দিয়ে ইসরায়েলিদের ফিরিয়ে নেওয়া হবে।

এদিকে হামলার মুখে পড়ে অনেক ইসরায়েলি তাদের পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে ফেলেছেন। ইসরায়েলের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তারা চাইলে পাসপোর্টের ফটোকপি দেখিয়ে ইসরায়েলে ফিরতে পারবেন।

সারাবাংলা/এইচআই

ইসরায়েল-ফিলিস্তিন নেদারল্যান্ডসের আমস্টারডাম

বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
১৪ ডিসেম্বর ২০২৪ ০০:০২

আরো

সম্পর্কিত খবর