Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে হত্যা মামলায় চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৪ ২০:৪৪ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ২০:৪৬

বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম

মুন্সীগঞ্জ: জেলার সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ওরফে সিরাজকে র‌্যাব-১০ গ্রেফতার করেছে। রাজধানী ঢাকার বংশাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একছাত্র নিহতের হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মামলার অন্যতম প্রধান আসামি হচ্ছেন সিরাজুল ইসলাম ওরফে সিরাজ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা ছিলেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বিজ্ঞাপন

শুক্রবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

তিনি জানান, ‘গত ৪ আগস্ট রাজধানী ঢাকার বংশালের বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করছিল। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, হকি স্টিক এবং লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি হামলা চালায়।’

তাপস কর্মকার আরও জানান, ‘পরের দিন তারই অংশ হিসেবে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক নিরীহ ছাত্রকে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর বংশাল থানায় একটি মামলা হয়। সেই মামলায় সিরাজকে গ্রেফতার করা হয়েছে।’

সারাবাংলা/এইচআই

চেয়ারম্যান গ্রেফতার মুন্সীগঞ্জ হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর