Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাইব্রিড’ ফরম্যাটের চ্যাম্পিয়নস ট্রফি মানবে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ১১:৩৩

রোহিত-বাবর

২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পর থেকেই শঙ্কার মাঝে পড়েছে টুর্নামেন্টের ভবিষ্যৎ। ভারতের আপত্তিতে এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হতে পারে ‘হাইব্রিড’ মডেলে, গুঞ্জন উঠেছে এমনটাই। তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সাফ জানিয়ে দিলেন, চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো হাইব্রিড মডেল মেনে নেবে না পাকিস্তান।

২০২৩ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। তবে ভারতের আপত্তিতে শ্রীলংকার সাথে মিলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হন তারা। ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলংকায়। তবে দুই দেশে ক্রিকেটারদের যাতায়াতের ধকলের কারণে এই পদ্ধতি নিয়ে সমালোচনাও কম হয়নি।

বিজ্ঞাপন

২০২৫ সালে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও পাকিস্তানে যেতে আপত্তি ভারতের। পাকিস্তানের তরফ থেকে বারবার নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হলেও রাজি করানো যায়নি ভারতকে। এতে অনেকেই ধারণা করছেন, আরব আমিরাত কিংবা শ্রীলংকার সাথে মিলে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান।

নাকভি অবশ্য বলছেন, ভারতকে পাকিস্তানের মাটিতেই খেলতে হবে ভারতকে, ‘কয়েক মাস ধরেই ভারতীয় মিডিয়া বলছে, ভারত পাকিস্তানের মাটিতে খেলবে না। আমি পিসিবির সবার সাথেই আলোচনা করেছি। হাইব্রিড মেডেলে টুর্নামেন্ট আয়োজন করার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা এরকম প্রস্তাব মেনেও নেব না। ভারত আমাদের কাছে এরকম কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও দেয়নি।’

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির জন্য ভারতকে পাকিস্তানে আসতে হবে, নাকভি জানালেন এমনটাই, ‘পাকিস্তান সবসময়ই ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়েছে। আমরা সেখানে বিশ্বকাপও খেলতে গিয়েছিলাম। ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখা উচিত। দুই দেশের মাঝে সম্পর্ক ভালো নাই হতে পারে, কিন্তু এটার প্রভাব খেলাধুলায় আসা উচিত নয়। প্রায় সব দেশের ক্রিকের বোর্ডই চায় চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে হোক। আমরা সফরকারী সব দল ও সমর্থকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা ও নিরাপত্তা দিতে প্রস্তুত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান ভারত

বিজ্ঞাপন

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা
১২ নভেম্বর ২০২৪ ১৬:১৩

আরো

সম্পর্কিত খবর