পাকিস্তানের রেল স্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ২০
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ১১:৪৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ০৯:২০
৯ নভেম্বর ২০২৪ ১১:৪৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ০৯:২০
পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটা রেল স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় ট্রেনটি প্ল্যাটফর্মে আসার আগ মূহুর্তেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময়ে স্টেশনে ব্যাপক ভীড় ছিল। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
কোয়েটার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, বোমা বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
সারাবাংলা/ইআ