ফ্রান্সের হয়ে আর খেলতে চান না এমবাপে?
৯ নভেম্বর ২০২৪ ১৩:৪১
এবারের মৌসুমে নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। জাতীয় দল ও ক্লাবের হয়ে ফর্মটা খুব ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপের। এসবের মাঝেই আসন্ন নেশনস লিগের ম্যাচে ফ্রান্স স্কোয়াডে জায়গা হয়নি এমবাপের। ফরাসি সংবাদমাধ্যম বলছে, কোচ দিদিয়ের দেশমের অধীনে ফ্রান্স জাতীয় দলেই আর খেলতে চান না তিনি!
গত কয়েক মাসে মাঠে ও মাঠের বাইরের নানা ইস্যু নিয়ে বেশ ঝামেলার মাঝেই আছেন এমবাপে। ইনজুরি থেকে ফিরে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামলেও ফ্রান্সের খেলা থেকে বিরতি নিয়েছিলেন তিনি। দলের অধিনায়কের এমন সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা হয়নি। ক্লাবের হয়ে খেলতে পারলে জাতীয় দল থেকে বিশ্রামে কেনো, এমন প্রশ্নই তুলেছিলেন ফ্রান্সের সমর্থকরা। বিশ্রামের মাঝে সুইডেনে ছুটি কাটাতে গিয়ে সেই আগুনে ঘি ঢেলেছিলেন এমবাপে।
আগেরবার বিশ্রাম নিলেও এবার এমবাপেকে স্কোয়াড থেকে বাদই দিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। যদিও এমবাপের সাথে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দেশম, দল ঘোষণার সময় জানিয়েছিলেন এমনটাই। সুস্থ থাকার পরেও কেনো জাতীয় দলে নেই এমবাপে, সেটা নিয়ে চলছে নানা কানাঘুষা।
ফরাসি সংবাদমাধ্যম বলছে, দেশমের সাথে সম্পর্কটা মোটেও ভালো যাচ্ছে না এমবাপের। স্কোয়াড থেকে বাদ পড়ার ঘটনায় সেই সম্পর্ক ঠেকেছে তলানিতে। ধারণা করা হচ্ছে, দেশম কোচ থাকলে ফ্রান্স জাতীয় দলের হয়ে আর মাঠেই নামবেন না এমবাপে!
শেষ পর্যন্ত দেশম-এমবাপে সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে, সেটা সময়ই বলে দেবে।
সারাবাংলা/এফএম