Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের শঙ্কা, হতে পারে বৃষ্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৪:৩৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ০৯:২০

আবহাওয়া অধিদফতর

ঢাকা: বঙ্গোগসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। যে কারণে রোববার দেশের তিন বিভাগে এবং সোমবার আরও চার বিভাগে বৃষ্টিপাত হতে পারে। তবে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস নেই।

শনিবার (৯ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

রোববারের পূর্বাভাস বলছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু‘এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবারও (১১ নভেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু‘এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওইদিন সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে, সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়াবিদ খোন্দকার হফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৩৬ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার প্রভাবে রোববার দেশের উপকূলীয় কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নদীবন্দর কিংবা সমুদ্রবন্দরে কোনো সতর্কবার্তা দেখাতে বলা হয়নি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর