Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফজয়ী মেয়েরা পাচ্ছেন দেড় কোটি টাকার পুরস্কার

স্পোর্টস ডেস্ক
৯ নভেম্বর ২০২৪ ১৫:১৮

সাফ শিরোপা জিতে নারী দলের উল্লাস

নারী সাফের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। টানা দ্বিতীয়বার সাফের সেরা হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে মোটা অংকের পুরস্কার পাচ্ছেন ঋতুপর্ণা-তহুরারা। বাফুফে আজ ঘোষণা দিয়েছে, সাফজয়ী দলকে দেওয়া হবে দেড় কোটি টাকার পুরস্কার। বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

নতুন সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে আজই প্রথম অনুষ্ঠিত হয়েছে কার্যনিবার্হী কমিটির প্রথম সভা। সভার আলোচ্যসূচির মধ্যে অন্যতম ছিল মেয়েদের টানা দ্বিতীয় সাফ জয়। এর আগে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে গত ০৬ নভেম্বর তাবিথ বলেছিলেন, মেয়েদের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করবেন তারা। সেই ধারাবাহিকতায় বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যের অর্থায়নে সাবিনাদের দেয়া হচ্ছে পুরস্কার। তবে এখনো চূড়ান্ত হয়নি সংবর্ধণা অনুষ্ঠানের দিনক্ষণ। 

বিজ্ঞাপন

সাফের ফাইনালে নেপালকে হারিয়ে পরদিন দেশে ফেরার পর নারী দলকে বরণ করা হয় ছাদখোলা বাসে। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে। সেদিনই জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে থেকে এক কোটি টাকার ডামি চেক অধিনায়ক সাবিনার হাতে তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়া মেয়েদের জন্য ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

সারাবাংলা/এফএম

নারী সাফ ফুটবল বাফুফে বাংলাদেশ দল

বিজ্ঞাপন

চীনে গাড়ি চাপায় নিহত ৩৫
১৩ নভেম্বর ২০২৪ ১০:৪৪

আরো

সম্পর্কিত খবর