Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হরিণ শিকারের ফাঁদসহ ২০ শিকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৬:৪৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ০৯:১৯

আটক হওয়া ২০ শিকারী। ছবি: সারাবিাংলা

বাগেরহাট: বাগেরহাটের সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ২০ শিকারীকে আটক করেছে বনরক্ষী বাহিনী।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এর আগে তাদেরকে শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টায় সুন্দরবনের ধানসিদ্ধির চর সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারি ষ্টেশন কর্মকর্তা মো. আল আমিন আটকের তথ্য নিশ্চিত করে বলেন, ফোর্সসহ শুক্রবার রাতে ট্রলারে করে পশুর নদীতে টহলের সময় একটি ইঞ্জিন চালিত ট্রলার দেখতে পান তারা। এসময় ট্রলারটি নন্দবালা টহল ফাঁড়ির অফিস অতিক্রম করে নিচের দিকে যাওয়ার সময় আমরা তাদেরকে থামার জন্য লাইট দিয়ে সংকেত দিলে তারা ট্রলার না থামিয়ে দ্রুত গতিতে বনের গহীনের দিকে ছুটে যায়।

বিজ্ঞাপন

একপর্যায়ে তাদের পিছু ধাওয়া করে ধানসিদ্ধির চর সংলগ্ন মাঝ নদী থেকে ট্রলারটি ও ট্রলারে থাকা ২০ শিকারীকে আটক করা হয়। এসময় তাদের ট্রলারটি তল্লাশী করে হরিণ শিকারের বেশ কিছু ফাঁদ জব্দ করা হয় বলেও বন কর্মকর্তা আল আমিন জানান।

পরে তাদের বিরুদ্ধে বেআইনীভাবে সরকারি সংরক্ষিত সুন্দরবনে হরিণ ধরার ফাঁদের রশি নিয়ে হরিণ শিকারের উদ্দেশ্যে যাওয়ার অপরাধে বন আইন ১৯২৭ সাল ও বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ধারায় চাঁদপাই রেঞ্জে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তারা সবাই ঢাকা, নারায়নগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর