Monday 11 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ. লীগের ইতিহাস গণতন্ত্রের বিপক্ষের ইতিহাস’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৬:৪৯

দিনাজপুর: আওয়ামী লীগের ইতিহাসকে গণতন্ত্রের বিপক্ষের ইতিহাস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কিমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে হিলিতে হাকিমপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কিমিটির সদস্য বলেন, গত ৫ আগস্টের আগে সাংবাদিকরা ভয়ে থাকতেন কারণ আওয়ামী লীগ মানুষের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা ৭৩ এর নির্বাচনেও ব্যালট পেপার চুরি করেছিল, ২০০৮ সালের নির্বাচন ছিল ষড়যন্ত্রের নির্বাচন।

তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ছিল আওয়ামী লীগের পাঁতানো নির্বাচন। আওয়ামী লীগের পূর্ব পুরুষরাও গণতন্ত্রের কথা বলে জাতীয় সংসদে বসে ১১ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন। সকল রাজনৈতিক দল বন্ধ করে একটা বাকশাল তৈরি করেছিলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, যেদিকেই তাকাবেন উন্নয়ন আর অগ্রগতির প্রতীক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমাননমের রাজনীতি। শহিদ জিয়া ক্ষমতায় বসার পর বাকশাল থাকল না এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হলো।

তিনি বলেন, শহিদ জিয়ার আমলেই গার্মেন্টস চালু হয়েছিল। তিনি প্রথম দেশ গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠান শুরু করেছিলেন বলেই আজকে আমরা কাপড় পড়তে পারছি। উত্তরাঞ্চল কৃষি নির্ভর এলাকা এখানে উৎপাদিত কৃষি পণ্যের নায্যমূল্য পাওয়া, পল্লী বিদ্যুৎ সংযোগ সবকিছু তার আমলেই হয়েছিল। জিয়াউর রহমান আর একটা জিনিস দিয়েছেন, সেটা হলো- আমরা যে ধর্মেরই হই না কেনো আমরা বাঙালি এটাই আমাদের পরিচয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন কচি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর