Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৯:১৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত সাতজনের প্রাণ গেল।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মৃত বাসবী আচার্য্য (৪৫) চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা। গত ৭ নভেম্বর নগরীর পাঁচলাইশে বেসরকারি পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। কার্ডিওজনিক শক সিনড্রোম ও ডেঙ্গু শক সিনড্রোম- মৃত্যুর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ১৭ জন, পুরুষ ১১ জন এবং শিশু ৪ জন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত আটদিনে মোট আক্রান্তের সংখ্যা ৩৬৯ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরর শুরু থেকে ৮ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ২ হাজার ১২৭ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ১৭৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৭৯৫ জন, নারী ৯১১ জন এবং শিশু ৫৯৮ জন।

চট্টগ্রামে ২০২১ সালে ২৭১ জন, ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন এবং ২০২৩ সালে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল।

এছাড়া চট্টগ্রামে ২০২১ সালে ৫ জন, ২০২২ সালে ৪১ জন এবং ২০২৩ সালে ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যান।

সারাবাংলা/আরডি/এসআর

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম ডেঙ্গু নারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর