Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে যুবদল কর্মী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৯:২২ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ২০:০৬

যশোর: জেলার ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদল কর্মী পিয়াল খুন হয়েছেন। শনিবার (৯ নভেম্বর) দুপুরে পৌরসভার ঝিকরগাছা বালিকা বিদ্যালয় অভ্যন্তরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত পিয়াল উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে। তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত বলে বিভিন্ন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে বিএনপির দুই পক্ষের কোন্দলে একপক্ষের নের্তৃত্বস্থানীয়দের মধ্যে ছিলেন পিয়াল। এরই জেরে আজ দুপুরে প্রতিপক্ষ ঝিকরগাছা রেলস্টশন এলাকায় তার ওপর বোমা হামলা করে। এসময় দৌঁড়ে পালিয়ে বালিকা বিদ্যালয়ে গেলে সেখানেই তাকে কুপিয়ে জখম করা হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, ‘পূর্ব শত্রুতার জেরে পিয়াল খুন হয়েছেন। আসামি গ্রেফতার না হলেও সনাক্ত হয়েছে। গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।’

তবে একটি সূত্র দাবি করেছে, বিএনপির দুই পক্ষের কোন্দলে যুবদল কর্মী পিয়ালকে কুপিয়ে খুন করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

কুপিয়ে হত্যা যুবদল কর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর