Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরার বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ১৯:৫৩

ঢাকা: রামপুরা চৌধুরীপাড়ার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, জোবায়ের হোসেন বিপুল (২৭) স্ত্রী মনিষা আক্তার (১৮)।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে রামপুরা চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকার ছয়তলা বাসার তিনতলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃত জোবায়ের পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে। রামপুরা এলাকায় তার মোটরসাইকেল মেরামতের দোকান ছিল। মনিষা গাজিপুর জেলার কাপাসিয়া উপজেলার হোসাইন ব্যাপারীর মেয়ে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাছেদ মিয়া জানান, দুপুরে প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে রামপুরার ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এসময় দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ভিতরে ঢুকে দেখা যায়- জোবায়ের ফ্যানের সঙ্গে ও স্ত্রী মনিষা জানালার গ্রীলের সঙ্গে উড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ওই বাসায় তারা দুজন ভাড়া থাকতেন।

তিনি আরও জানান, দুইমাস আগে প্রেমে করে বিয়ে করে তারা। জোবায়ের রাতে তার এক বন্ধুর মোবাইলে কার কাছে কত টাকা পাবেন এবং ব্যাংক ও বিকাশের পিন নম্বর পাঠায়। সকালে মোটর গ্যারেজের এক কর্মচারী বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করে। সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন তাদের মরদেহ ঝুলছে। ধারনা করা হচ্ছে, পরিবারিক কলোহের জের ধরে দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এসআর

উদ্ধার রামপুরা স্বামী-স্ত্রীর মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর