সাতক্ষীরা: জেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয়টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্ত্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মো. রাশেদুল ইসলাম (২৪)। সে কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো. আনিছ জামানের ছেলে।
বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরাস্থ কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্ত্বর বাজার এলাকা দিয়ে সোনা ভারতে পাচার করবে। উক্ত সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির এসআইপি এর সদস্য নায়েক মো. হরমুজ এর নেতৃত্বে একটি চৌকষ দল ওই স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। সে সময় ওই যুবক ভ্যানযোগে সীমান্তে গমনকালে তাকে আটক করা হয়।’
তিনি বলেন, ‘পরে তাকে তল্লাসী করে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম।’
বিজিবির তথ্য মতে সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরার কলারোয়া থানায় মামলা দায়ের এবং সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে। আসামী রাশেদুলকে থানায় সোপর্দ করা হয়েছে।