Wednesday 04 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিমান্ডে অসুস্থ পলক ঢাকা মেডিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৪ ২১:৫২ | আপডেট: ৯ নভেম্বর ২০২৪ ২১:৫৫

জুনাইদ আহমেদ পলক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী

ঢাকা: যাত্রাবাড়ী থানার মামলায় রিমান্ডে থাকা সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থানার মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন পলক। আজই রিমান্ডের প্রথম দিন ছিল। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন আছেন তিনি।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

জুনাইদ আহমেদ পলক টপ নিউজ ভর্তি রিমান্ড হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর