Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি প্রবাসী হত্যাকাণ্ডে আরও ৩ আসামি গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ০৯:০২

সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান হত্যাকান্ডে র‍্যাবের গ্রেফতারকৃত তিন আসামি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান হত্যাকাণ্ডে আরও তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)।

গ্রেফতারকৃত আসামিরা হল, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের মৃত ইমান উদ্দিনের ছেলে দিদার আলী, একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জাহিদ এবং মৃত সাহাব উদ্দিনের ছেলে বাবুল মিয়া।

শনিবার (৯ নভেম্বর) রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (সহকারি পুলিশ সুপার) মো: মশিউর রহমান সোহেল ও র‌্যাব-১৪ ময়মনসিংহের সিপিএসসি স্পেশাল টিম এ তথ্য গণমাধ্যকে নিশ্চিত করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার আরো জানান, র‌্যাব-৯ সিলেটের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম ও র‌্যাব-১৪ ময়মনসিংহের সিপিএসসি স্পেশাল টিম যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের সীমান্ত উপজেলা ধোবাউড়ার মুন্সিরহার এলাকায় আত্মগোপনে থাকা সোহান হত্যা মামলার পলাতক আসামি দিদার, জাহিদ, বাবুলকে শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে গ্রেফতার করে।

গ্রেফতারের পরদিন শনিবার (৯ নভেম্বর) তাদেরকে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় পাঠানো হয়েছে।

এর আগে ওই মামলার প্রধান আসামি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের লিলফর মিয়ার ছেলে হাবিবুর রহমানকেও গ্রেফতার করে র‌্যাব-৯ সিলেটের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের টিম।

এই নিয়ে প্রবাসী হত্যাকাণ্ডের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করে র‌্যাব।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় একদল সংঘবদ্ধ মাদকসেবী সুনামগঞ্জের জগন্নাথপুরের ইনাতগঞ্জ বাজারে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সোহানসহ আরো একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে গত ২ নভেম্বর জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

আসামি গ্রেফতার প্রবাসী হত্যাকান্ড সৌদি প্রবাসী হত্যাকান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর