Wednesday 13 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাইটনে পা ফসকে সিটির টানা ৪ হার

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৪ ০৯:০৪

ব্রাইটনের কাছে হারল সিটি

সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৩ হারে বিপর্যস্ত ছিলেন টানা। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে জয় দিয়েই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। তবে ব্রাইটনের মাঠে বড় ধাক্কা খেলো পেপ গার্দিওলার দল। এগিয়ে গিয়েও ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে সিটিজেনরা। ১৮ বছর পর টানা ৪ ম্যাচ হারের তিক্ত স্বাদ পেল সিটি। নিজের কোচিং ক্যারিয়ারে এই প্রথম টানা চার হারের মুখ দেখলেন গার্দিওলা।

বিজ্ঞাপন

কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে টটেনহামের কাছে ২-১ গোলে হার দিয়ে সিটির পথ হারানোর শুরু। এরপর এক সপ্তাহের মাঝে লিগে বোর্নমাউথের কাছে ২-১ গোলে ও চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিং লিসবনের কাছে ৪-১ ব্যবধানে হেরে বিপর্যস্ত সিটি যেন দিশেহারা।

টানা তিন হারের হতাশা কাটিয়ে উঠতে ব্রাইটনের মাঠে জয়ের বিকল্প ছিল না সিটিজেনদের সামনে। ম্যাচের শুরুটাও দুর্দান্তভাবেই করেছিলেন তারা। ২৩ মিনিটের মাথায় সিটিকে এগিয়ে দেন আরলিং হালান্ড। দুই ডিফেন্ডারকে কাটিয়ে হালান্ডের নেওয়া জোরালো শট কিপারকে প্রথমে পরাস্ত করতে না পারলেও পরের শটেই গোল নিশ্চিত করেন তিনি। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় সিটি।

বিরতির পর ঘুরে যার খেলার মোড়। ৭৮ মিনিটে ম্যাচে সমতায় ফেরেন ব্রাইটন। সিটি ডিফেন্ডাররা পোস্টের ভেতর থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেই সুযোগে বল জালে জড়ান হোয়াও পেদ্রো। ৮৩ মিনিটে সিটিকে স্তব্ধ করে ম্যাচে লিড নেয় ব্রাইটন। পেদ্রোর অ্যাসিস্টে দারুণ এক শটে বল জালে জড়ান ম্যাট ওরিলে।

শেষ পর্যন্ত ম্যাচে আর ফিরতে পারেনি সিটি। ২-১ গোলের দুর্দান্ত এক জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাইটন। এই হারে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাইটন।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

চীনে গাড়ি চাপায় নিহত ৩৫
১৩ নভেম্বর ২০২৪ ১০:৪৪

আরো

সম্পর্কিত খবর