Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির গোলের পরেও মায়ামির বিদায়

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৪ ১০:৩৮

লিওনেল মেসি

প্লে অফের তিন পর্বের লড়াইয়ে দুই দলের ছিল ১-১ সমতা। শেষ প্লে-অফে ইন্টার মায়ামি ও আটালান্টা ইউনাইটেডের মাঝে যেই জিতবে, সেই পৌঁছে যাবে মেজর সকার লিগের ইস্টার্ন কনফারেন্সের সেমিতে, সমীকরণ ছিল এমনটাই। নকআউট এই ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারতে হয়েছে লিওনেল মেসির মায়ামিকে। নিজে গোল করেও মায়ামির বিদায় দেখতে হলো মেসিকে।

প্রথম প্লে-অফে জয় পেয়েছিল মেসির দল। দ্বিতীয় ম্যাচে অবশ্য আটালান্টার কাছে হেরেছিল মায়ামি। আজ তৃতীয় ও শেষ প্লে-অফে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় মায়ামি। মাথিয়াস রোহাসের গোলে লিড নেয় মেসির দল। সেই লিড অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিটের মাঝেই জামাল থিয়ারের গোলে সমতা ফেরায় আটালান্টা।

বিজ্ঞাপন

২১ মিনিটে থিয়ারের গোলে লিড নেয় আটালান্টা। ২৬ মিনিটে ম্যাচে সমতা এনেছিল মায়ামি। তবে ভিএআরের সাহায্য নিয়ে গোল বাতিল করেন রেফারি। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আটালান্টা।

৬৫ মিনিটে মেসির দারুণ এক গোলে ম্যাচে ফেরে মায়ামি। ওয়েগান্টের ক্রসে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে মায়ামিকে আনন্দে ভাসান মেসি। সেই আনন্দ ম্লান হয়ে গেছে ৭৬ মিনিটে। আমাদোরের বাড়ানো বলে আটালান্টার হয়ে জয়সূচক গোল করেন বারতোজ সিলিজ।

শেষ পর্যন্ত আর ম্যাচে সমতা ফেরাতে পারেননি মেসিরা। ৩-২ গোলের হারে প্লে-অফ থেকেই ছিটকে গেল মায়ামি।

সারাবাংলা/এফএম

ইন্টার মায়ামি মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর