মির্জা ফখরুলের সঙ্গে ডেরেক লো’র বৈঠক
১০ নভেম্বর ২০২৪ ১০:৫৩
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো।
রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে সাড়ে ১০টার দিকে শেষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা নিয়েও আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বিএনপির পক্ষ থেকে বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
ডেরেক লো এই অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকলে অবশ্যই সিঙ্গাপুর বিনিয়োগ বাড়াবে এবং দুই দেশের মধ্যে আন্তবাণিজ্য সম্পর্ক আরও জোরদার করবে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো, সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম, বিএনপি স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী এবং শামা ওবায়েদ।
সারাবাংলা/এজেড/ইআ