Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নূর হোসেন চত্বরে শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১২:০৯

‘শহীদ নূর হোসেন দিবস’ উপলক্ষে জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন পরিবারের সদস্যরা

ঢাকা: শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

রোববার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্যরা। এর পর বিভিন্ন শ্রেণিপেশার মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে শুরু করেন।

শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে ৯ নভেম্বর রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের ফেসবুক পেজে ১০ নভেম্বর বিকেলে ৩টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়। তবে গণহত্যায় যুক্ত থাকার অভিযোগে দলটিকে মাঠে নামতে না দেয়ার কথা জানিয়ে পাল্টা কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থা নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও প্রেসক্লাব, জিরো পয়েন্টসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও গুলিস্তানসহ বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থান নিয়েছে।

এদিকে তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই অবস্থান নেয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠন। রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী সন্দেহে দুজনকে মারধরের পর পুলিশে দেয়া হয়।

রোববার (১০ নভেম্বর) সকাল থেকে গুলিস্তানের জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কার্যালয় পাহারা দিচ্ছেন ছাত্র-জনতা। বিশৃঙ্খলা এড়াতে গুলিস্তানে নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। জিরো পয়েন্টসহ রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অন্যদিনের তুলনায় পুলিশের বাড়তি সদস্যের উপস্থিতি লক্ষ করা গেছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রোববার ১০ নভেম্বর শহিদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ লেখা স্লোগান নিয়ে মিছিলে অংশ নিয়েছিলেন নূর হোসেন। মিছিলটি রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশের গুলিতে নূর হোসেন শহিদ হন। মৃত্যুর পর নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর জিরো পয়েন্ট এলাকার নামকরণ করা হয় শহিদ নূর হোসেন স্কয়ার এবং ১০ নভেম্বরকে শহিদ নূর হোসেন দিবস ঘোষণা করা হয়।

সারাবাংলা/এনআর/এনজে

আওয়ামী লীগ এরশাদ বিরোধী আন্দোলন জিরো পয়েন্ট পরিবার বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহিদ নূর হোসেন দিবস শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর