Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র-জনতার দখলে জিরো পয়েন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৩:০০

গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। ছবি: সারাবাংলা

ঢাকা: শহিদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত সমাবেশকে সামনে রেখে গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। তারা আওয়ামী লীগ ও স্বৈরাচারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় এমন চিত্র দেখা গেছে।

এর আগে, বাংলাদেশে গণতন্ত্র পুনুরুদ্ধারে জিরো পয়েন্টে গণজমায়েতের ডাক দেয় আওয়ামী লীগ। পালটা কর্মসূচি ডেকে আওয়ামী লীগের সমাবেশ প্রতিহতের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও ‘স্বৈরাচারী’ ও পতিত আওয়ামী লীগকে বাধা দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিপন্থি কোনো কাজ রুখে দিতে মাঠে রয়েছে পুলিশ ও বিজিবি।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও বিভিন্ন মহাসড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে তারা। আওয়ামী লীগের কেউ যাতে ঢাকায় প্রবেশ করতে না পারে বিভিন্ন পরিবহণের যাত্রীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তা নিশ্চিত করা হচ্ছে।

গাজীপুরের কালীগঞ্জে সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদককে বহনকারী একটি হায়েস গাড়িতে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। বেশ কিছু বিএনপির নেতাকে সেখানে জড়ো হতে দেখা গেছে।

এদিকে রাজধানীর শাহবাগসহ কয়েকটি এলাকাতেও বিএনপির নেতাদের অবস্থান নিতে দেখা গেছে।

গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ছবি: সারাবাংলা

সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান জানান, গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজন আওয়মীলীগ কর্মী এলে বিএনপির নেতাকর্মীরা তাদেরকে মারধর করে পুলিশ দেয়।

বিজ্ঞাপন

স্টাফ ফটোকরেসপন্ডেন্ট সুমিত আহমেদ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করতে শাহবাগে অবস্থান নিয়েছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা।

সারাবাংলা/ইএইচটি/ইআ

ছাত্র-জনতা জিরো পয়েন্ট

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর