বিশ্বকাপ বাছাইপর্বের আগে বড় ধাক্কা খেলো ব্রাজিল
১০ নভেম্বর ২০২৪ ১৩:২৬
বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকেই ব্রাজিলের সময়টা ভালো কাটছিল না। শেষ কয়েক ম্যাচে টানা জয়ে অবশ্য কিছুটা স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। তবে আসন্ন বাছাইপর্বের দুই ম্যাচের আগে আবার ধাক্কা খেলো দরিভাল জুনিয়রের দল। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগার ম্যাচ খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন এডার মিলিতাও ও রদ্রিগো। বাছাইপর্বের দুই ম্যাচ থেকে তাই ছিটকে গেছেন তারা দুজনেই।
গত রাতে লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার মুখোমুখি হয়েছিল রিয়াল। ঘরের মাঠে টানা দুই ম্যাচ হারের পর ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে ৪-০ গোলের বিশাল জয়ে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। তবে জয়ের রাতে জোড়া ইনজুরিতে ধাক্কাও খেয়েছেন তারা।
ম্যাচের ২০ মিনিটের মাথায় ইনজুরির কারণে মাঠ ছাড়েন ইনজুরি কাটিয়ে দলে ফেরা রদ্রিগো। ১০ মিনিট পর ডান হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন মিলিতাও। ম্যাচের পর রিয়াল জানিয়েছে, এসিএল ইনজুরিতে পড়েছেন তিনি। সুস্থ হতে ৯ মাস সময় লাগতে পারে তার। এতে এই মৌসুম থেকে ছিটকে গেলেন মিলিতাও। গত বছরও হাঁটুর ইনজুরিতে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
মিলিতাও, রদ্রিগোর ইনজুরিতে বিপাকে পড়েছে ব্রাজিলও। আসন্ন দুটি বাছাইপর্বের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন দুজনেই। তাদের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন গ্যাব্রিয়েল মার্টিনালি ও লিওনার্দো আর্টিজ।
আগামী ১৪ নভেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ৫ দিন পর তাদের ম্যাচ উরুগুয়ের বিপক্ষে।
সারাবাংলা/এফএম