আওয়ামী লীগের প্রতি নমনীয়তা নয়: মাদানী
১০ নভেম্বর ২০২৪ ১৪:৩০ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:০৬
ঢাকা: আওয়ামী লীগ ও ভারতের প্রতি নমনীয় না হতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। একইসঙ্গে বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট সংলগ্ন বায়তুল মোকাররম মসজিদের সামনের সড়কে স্থাপিত অস্থায়ী মঞ্চ থেকে তিনি এসব কথা বলেন।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে রাজধানীর জিরো পয়েন্টে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত বিক্ষোভ সমাবেশ রুখে দিতে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচার দাবিতে গণজমায়েত’ ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে মাদানী এসব কথা বলেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, ‘বাংলার জমিনে আওয়ামী ফ্যাসিবাদীদের ঠাঁই নেই। রাজনৈতিক দলকে অনুরোধ করবো, কোনভাবেই ছাত্রসমাজকে বিতর্কিত করবেন না। ৫ আগস্টের বিপ্লবকে আরও সুসংগঠিত করতে হবে। রাজনৈতিক ফায়দা হাসিলের কথা বাদ দিতে হবে।’
তিনি বলেন, ‘নতুন বিপ্লবকে নৎসাত করতে দিতে পারিনা। আওয়ামী লীগ নামক শত্রুকে অবহেলা করা যাবে না। আজ যদি গুলিস্তানে ১০টা টোকাই ছাত্রলীগ নামার সাহস পায়, তাহলে আগামীতে বিভিন্ন শহরে ১০০ ছাত্রলীগ নামবে। ছাত্রলীগ হেলমেট বাহিনীকে বাংলাদেশে স্থান দিতে পারি না।’
তিনি আরও বলেন, নতুন সরকারের প্রতি আহ্বান, ভারত কিংবা আওয়ামী লীগের ব্যাপারে নমনীয়তা প্রকাশ করবেন না। উদারতার নামে কোন নমনীয়তা নয়। কোন নমনীয়তা চলবেনা, কোন নমনীয়তা মানা হবে না। মনে রাখতে হবে, আমরা উপদেষ্টা বানাতে পারি, নামাতেও পারি।
সারাবাংলা/ইএইচটি/এমপি