Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কমিটি গঠন হচ্ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৪:৫৭

ঢাকা: ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে সনদ বাতিল করতে একটি কমিটি গঠন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

কমিটিটি মহান স্বাধীনতা যুদ্ধে অংশ না নিয়েও জাল সনদ এবং বিভিন্ন তদবির-সুপারিশে এতদিন যারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সুবিধা নিয়েছেন তাদের শনাক্ত করে সনদ বাতিল করতে কাজ করবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে একটি কমিটি গঠণ করা হচ্ছে। শিগগিরই এ কমিটি পূর্ণাঙ্গ করা হবে। তবে প্রাথমিকভাবে এসব কাজ খুব গোপনীয়ভাবেই হচ্ছে। অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুমতি দিলেই তা প্রকাশ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা সারাবাংলাকে জানান, এ কমিটির আকার সাত সদস্য বিশিষ্ট হতে পারে। কমিটি গঠনের পর প্রধান উপদেষ্টা এটি অনুমোদন দিলে কাজ শুরু হবে। এ কমিটি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আবেদন এবং আবেদন ছাড়াও বিতর্কিত মুক্তিযোদ্ধাদের বিষয় পুনরায় যাচাই বাছাই করবেন। এ প্রক্রিয়ায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল হতে পারে এবং সকল সুবিধা হতে বঞ্চিত হবেন।

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত কার্যক্রম হওয়ার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে সূত্র।

ওই কর্মকর্তা আরও বলেন, কোনো একজনকে ঘর নির্মাণ করে দেওয়া হলো পরে দেখা গেল তিনি ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত হয়েছেন। তখন সেটা নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিদিন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। প্রাথমিকভাবে মন্ত্রণালয়ে এসব অভিযোগ জমা রাখা হচ্ছে। পরে মন্ত্রণালয়ে এসব বিষয় সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

এর আগে, আওয়ামী লীগ সরকারের সময়েও এমন উদ্যোগ নেওয়া হয় এবং ভুয়া মুক্তিযোদ্ধাও তদন্তে বেরিয়ে আসে।

সারাবাংলা/জেআর/ইআ

কমিটি গঠন ভুয়া মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর