Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিঙ্গাপুর মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড সম্ভব না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৫:১০ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:০৫

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সিঙ্গাপুর বিশ্বাস করে যে, দুই দেশের মধ্যে বিনিয়োগসহ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে যেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি নির্বাচিত সরকার থাকলে সহজ হয়। তারা এও মনে করে যে, একটা নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব না।

রোববার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো’র সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বৈঠকে দলের পক্ষে নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

আমীর খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। দক্ষ শ্রমশক্তি কীভাবে আমরা সেখানে (সিঙ্গাপুরে) পাঠাতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সিঙ্গাপুরে প্রচুর নার্স দরকার, অন্যান্য ক্ষেত্রে স্কীল ওয়ার্কার নিতে তাদের উৎসাহ আছে। আমাদের শ্রম শক্তিকে আরও স্কীল করার জন্য সিঙ্গাপুর বিভিন্ন ইন্সটিটিউশনের মাধ্যমে বিনিয়োগ করতে চায়, টেকনিক্যাল সহযোগিতা দিতে চায়।

তিনি বলেন, সিঙ্গাপুরে বন্দর ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ। তারা আমাদের দেশের বন্দরগুলো কার্য্কর করতে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছে। স্বাস্থ্য, শিক্ষা, জাহাজ নির্মাণ শিল্পেও সিঙ্গাপুর সহযোগিতা করতে চায়, এনার্জি ও ফাইনান্সিয়াল সেক্টারেও তারা কাজ করার কথাও বলেছে।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো, সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী এবং শামা ওবায়েদ।

সারাবাংলা/এজেড/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর