উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, সন্ধ্যায় শপথ
১০ নভেম্বর ২০২৪ ১৫:০১
ঢাকা: অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। নতুন করে আরও পাঁচ থেকে সাত জন উপদেষ্টা এই তালিকায় যুক্ত হতে পারেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এদিকে, নতুন উপদেষ্টাদের জন্য সচিবালয়ে গাড়ি প্রস্তুত করা হয়েছে। তবে কতজন উপদেষ্টা শপথ নেবেন তা এখনো কেউ নিশ্চিত করতে পারেননি। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তারাও শুনেছেন। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে আসেনি।
নতুন করে কতজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন তার সঠিক তথ্য জানা না গেলেও একাধিক সূত্র জানিয়েছে, পাঁচ থেকে সাতজন উপদেষ্টা শপথ নিতে পারেন।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরইমধ্যে তিনমাস পার করেছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ। তাদের অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এ নিয়ে রাজনীতিবিদদের প্রায়ই অভিযোগ, এক ব্যক্তি একইসঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করায় সরকারের কাজে দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে। তাই বিভিন্ন সময়ে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোর দাবি তুলেছেন তারা।
সারাবাংলা/জেআর/ইআ