২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জয় পাকিস্তানের
১০ নভেম্বর ২০২৪ ১৫:২২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৫:৩৪
সময়টা ২০০২। আধুনিক প্রযুক্তির অনেক কিছুই তখনো দুনিয়াতে আসেনি। সাইম আইয়ুবের বয়স তখন এক মাস। নাসিম শাহর জন্মই হয়নি। বাবর আজম ততদিনে আট পেরিয়েছেন বয়সের খাতায়। পাকিস্তান দলে তখন খেলতেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতাররা। শুরুতেই দুই প্রজন্মের তুলনা টানার একটাই উদ্দেশ্য; সময়ের ফারাকটা বোঝানো। সর্বশেষ ২০০২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান।
আজ পার্থে সেই সাইম-নাসিম-বাবরদের নিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান। টসে জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়ে আজও বল হাতে তোপ দাগিয়েছেন পাকিস্তানি পেসাররা। শাহীন শাহ আফ্রিদি-নাসিম শাহ-হারিস রউফের দারুন বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৪০ রানে। আট উইকেট আর ১৩৯ বল হাতে রেখে সিরিজ জিতল মোহাম্মদ রিজওয়ানের দল।
১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজও দারুণ এক জুটি গড়েছেন সাইম আইয়ুব ও আবদুল্লাহ শফিক। ৮৪ রানের জুটির পথে শফিক ফিরেছেন ব্যক্তিগত ৩৭ রান। ল্যান্স মরিসের করা সেই ওভারেই ফিরেছেন বাঁহাতি ওপেনার সাইম। বাবর আজমকে সাথে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক রিজওয়ান।
এর আগে শাহীন-নাসিমদের তোপে পাকিস্তানের বিপক্ষে সর্বনিম্ন দলীয় সংগ্রহে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলীয় শতরানের আগেই ফেরেন ছয় ব্যাটার। দলীয় রান ১৪০ পেরিয়েছে শন অ্যাবটের ৩০ রানের ইনিংস।
সারাবাংলা/জেটি