Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৫:২৭

গ্রেফতার খুরশীদ দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানিয়েছে, ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সম্ভাব্য নাশকতা মোকাবেলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাতে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার খুরশীদ দিগন্ত (২৪) নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাটের শিকদার পাড়ায়।

নগর পুলিশের উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন সারাবাংলাকে বলেন, খুরশীদকে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। দেশের বর্তমান পরিস্থিতিতে যাতে কোনো নাশকতা ঘটাতে না পারে সেজন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর