Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশৃঙ্খলার আশঙ্কায় বন্ধ সচিবালয়ের গেট

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৪ ১৫:৩৯

ঢাকা: রাজধানীতে দেশের বড় দুটি রাজনৈতিক দলের পাশাপাশি কর্মসূচী রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যেকোনো ধরণের বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে রোববার (১০ নভেম্বর) বেলা ১.৪৫ মিনিটের দিকে একসঙ্গে সবগুলো প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হয়।

শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে বিকালে জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল রুখে দিতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি। এসকল কর্মসূচীকে কেন্দ্র করে যাতে কোনো দল বা ব্যক্তি ভেতরে ঢুকতে না পারে সেজন্য সচিবালয়ের সবকটি প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে।

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে তারা গেট বন্ধ করেছেন। যাতে কেউ সচিবালয়ে প্রবেশ করতে না পারে সেজন্য প্রবেশ দ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তা তৌহিদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতেই আগে ভাগে ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কয়েকবার শিক্ষার্থীরা ভেতরে ঢুকে পড়েছিল। আবার একবার আনসার সদস্যরাও ঢুকে পড়ে। এবার যাতে ওই পরিস্থিতি না ঘটে সেজন্য গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে গেট বন্ধ করে দেওয়াতে সচিবালয়ের কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা গেছে। পরে বের হতে যদি না পারেন সেজন্য আগে ভাগেই বাসায় রওনা দিয়েছেন।

মৎস ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের চতুর্থ শ্রেনির কর্মচারী মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, ‘যেদিন আনসার সদস্যরা ঢুকে পড়েন, ওইদিন রাত ১১ টায় বের হতে পেরেছি সচিবালয় থেকে। সেজন্য এবার আগেই গেটের কাছে অবস্থান নিয়েছি।

বিজ্ঞাপন

সড়ক পরিবহন মন্ত্রণালয়ে কাজে আসা এক ব্যক্তি শাহ আলম চৌধুরী বলেন, ‘আটকা পড়ে গেলাম। কতক্ষণে বের হতে পারবো জানিনা। এই গেট সেই গেট ঘুরছি। কোনটাই খোলা পাচ্ছিনা। কখন খুলে দেবে সেটাও বলছেনা।’

সচিবালয় ঘুরে দেখা গেছে, প্রবেশ ও বাহির মিলিয়ে মোট পাঁচটি গেটের একটিও খোলা নেই। গেট বন্ধ করে তার সামনে প্রচুর সংখ্যক সেনা সদস্য ও পুলিশ অবস্থান নিয়েছে।

এর আগে এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আগস্টে শিক্ষার্থীদের একটা গ্রুপ ঢুকে পড়ে সচিবালয়ে। প্রবেশ করে তারা বিক্ষোভ করেন। এরপর আনসার সদস্যরা একবার বিক্ষোভ করতে করতে সচিবালয়ের নিরাপত্তা ভেঙে ঢুকে পড়েন। কয়েকদিন আগে পরীক্ষায় পাস করানোর দাবি নিয়ে ফের নিরাপত্তা ভেঙে একদল ফেল করা শিক্ষার্থী সচিবালয় ঢুকে পড়ে। এসকল ঘটনায় প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের নিরাপত্তা নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে।

সারাবাংলা/জেআর/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর